চীনের বিখ্যাত ক্যাপিটাল মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২ জন প্রতিনিধি ৯-১১ ডিসেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এ ডাক্তার হতে ইচ্ছুক শিক্ষার্থীদের সাথে সরাসরি ভর্তি সম্পর্কিত কথা বলবেন।
ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে চীনের প্রতিষ্ঠান গুলোর মধ্যে এটি অন্যতম। এটি BMDC এবং WHO কর্তৃক অনুমোদিত। অত্যাধুনিক সুবিধা সম্বলিত প্রথম শ্রেণির একটি প্রতিষ্ঠান। বেইজিং এ অবস্থিত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছে অত্যান্ত জনপ্রিয়। এই বিশ্ববিদ্যালয়টির রয়েছে ২০,০০০ শয্যা বিশিষ্ট সর্ববৃহৎ হাসপাতাল।
Venue: BSB Global Network, Gulshan Circle-2, Dhaka
Date: 9-10 December, 2019
Venue: Hotel The Cox's Today, Coxs Bazar
Date: 11 December, 2019 [Hotel Coxs Today, Cox's Bazar]
=================
✍ Apply Here
=================
চীনে ডাক্তারি পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ক্যাপিটাল মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন সেরা:
🎯 বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৫৬ সালে।
🎯 বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৭০০ জন আন্তর্জাতিক শিক্ষার্থীসহ রয়েছে ১২৪২২ জন শিক্ষার্থী।
🎯 এই বিশ্ববিদ্যালয় ও এর affiliated হাসপাতাল মিলিয়ে ৪২৭৯১ জন শিক্ষক ও মেডিক্যাল স্টাফ রয়েছে।
🎯 বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে ১০০০ এর উপরে অধ্যাপক এবং ২০০০ এর উপরে সহযোগী অধ্যাপক।
🎯 এছাড়াও রয়েছে বিশ্বের সেরা ৫২ জন এক্সপার্ট।
🎯 ওয়ার্ল্ড রাঙ্কিং এর এর অবস্থান ১০০০ এর মধ্যে।
🎯 চীনে বিশ্ববিদ্যালয়টি ১০৬ নম্বর রাঙ্কিং এ রয়েছে।
🎯 কোন প্রকার ডোনেশনের প্রয়োজন নাই।
🎯 8000-20000 RMB পর্যন্ত স্কলারশিপ সুবিধা রয়েছে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন
জনাব আব্দুল মতিন
সিনিয়র কাউন্সিলর
বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক
প্লট-২২, গুলশান সার্কেল-২, ঢাকা
মোবাইল - 01720557118