চীনের বিখ্যাত মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাপিটাল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস কোর্সে মার্চ'১৯ ইনটেকে ভর্তি চলছে।
ভেন্যু: বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, প্লট-২২, গুলশান সার্কেল-২, ঢাকা।
তারিখ: ২৭ জানুয়ারি, ২০১৯, রবিবার।
সময়: সকাল ১০:০০ মিনিট।
প্রধান আলোচক: লায়ন এম. কে. বাশার পিএমজেএফ, চেয়ারম্যান, বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ।
বিশেষ আলোচক: ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটি’র প্রতিনিধি।
সেমিনার এ অংশগ্রহণ করতে-
অনলাইনে: http://bit.ly/StudyMBBS
ফোনে: 01720557118/102
ক্যাপিটাল মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন সেরা:
> স্থাপিত হয় ১৯৬০ সালে।
> ওয়ার্ল্ড র্যার্কিং এ ৯৬০ নম্বরে এর অবস্থান।
> BMDC এবং WHO অনুমোদিত। যার কারণে সহজেই বাংলাদেশে এসে প্র্যাকটিস করতে পারবে।
> টিউশন ফি ৫ বছরে পরিশোধের সুবিধা।
> ১০টি ফ্যাকাল্টিসহ ৩৭ টি ক্লিনিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে।
> এই মেডিকেল বিশ্ববিদ্যালয়টিতে ১৬ টি ব্যাচেলর, ৫৯ টি ডক্টোরাল, ৭৮টি মাস্টার্স ডিগ্রি ও ৯টি পোস্ট ডক্টোরাল লেভেল এর প্রোগ্রাম চালু রয়েছে।
> এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, ডাক্তার ও স্টাফ মিলিয়ে ৩৫,১২৮ জন রয়েছে (১৫৬০ জন ক্যাম্পাসে এবং ৩৩,৫৬৮ জন হাসপাতালে।
> ৬ জন শিক্ষাবিদ, ৬৬৭ জন অধ্যাপক, ১,১১৪ জন সহযোগী অধ্যাপক, ৩৬২ জন ডাক্তার সুপারভাইজর এবং ৭৪৫ জন মাস্টার্স সুপারভাইজর রয়েছে।
> বর্তমানে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১০,১৩২ জন শিক্ষার্থী রয়েছে।
> এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অনেক শিক্ষার্থী অধ্যয়ন করছে। আর তাদের জন্য রয়েছে বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটিং।
> USA, Canada, Australia, Britain, Sweden, Norway, Hong Kong সহ ৩০টি দেশের সাথে সরাসরি রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন এবং জয়েন্ট এডুকেশন এর জন্য চুক্তি রয়েছে।
সরাসরি রেজিস্ট্রেশন করতে
বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক
প্লট-২২, গুলশান সার্কেল-২, ঢাকা
মোবাইল: 01720557103/107
https://www.bsbbd.com/