এইচএসসি পাস শিক্ষার্থীদের সংবর্ধনা-২০১৮

বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, ক্যামব্রিয়ান কলেজ ও কানাডিয়ান ইউনিভার্সিটি’র যৌথ আয়োজনে এইচএসসি পাসকৃত কৃতি শিক্ষার্থীদের দেশব্যাপী সংবর্ধনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবছর ১২,৮৮,৭৫৭ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে ৬৬.৬৪% কৃতকার্য হয়েছে। A+ এবং A প্রাপ্ত প্রায় ২,২০,৫৩২ জন শিক্ষার্থীকে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে। সে সাথে থাকছে দেশে বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সংক্রান্ত সকল তথ্য।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের স্টাডি লোন বিষয়ে সহযোগিতা করতে থাকছে প্রিমিয়ার ব্যাংক।

    সময়সূচী

  • ০৮ সেপ্টেম্বর ২০১৮
  • অ্যাড তারেক স্মৃতি অডিটরিয়াম, টাউন হল, ময়মনসিংহ।
  • যোগাযোগ: 01762 688 102/107/116




    সংবর্ধনা থেকে শিক্ষার্থীরা যা জানতে পারবে-

  • ১। এইচএসসি পাসের পর দেশে-বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য।
  • ২। শিক্ষার্থীদের ভবিষ্যত ক্যারিয়ার গঠনের জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ।
  • ৩। বিদেশে উচ্চশিক্ষায় স্কলারশিপ সংক্রান্ত তথ্য।
  • ৪। উচ্চশিক্ষার ক্ষেত্রে স্টাডি লোন সংক্রান্ত তথ্য।
  • ৫। USA, UK, Canada, Australia, China, Malaysia, Netherland, Japan, Switzerland, Poland, Sri Lanka, Kyrgyzstan, Cyprus সহ প্রায় ২০টি দেশে উচ্চশিক্ষায় ভর্তি সংক্রান্ত তথ্য।


    সংবর্ধনায় যা পাবে শিক্ষার্থীরা-

  • ১। একটি আকর্ষণীয় মেডেল।
  • ২। একটি সার্টিফিকেট।
  • ৩। শিক্ষা সংক্রান্ত তথ্যবহুল লিফলেট।


🏁 কর্তৃপক্ষ যেকোনো সময় যেকোনো ধরণের পরিবর্তন, পরিমার্জন করতে পারে। কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।