বিদেশে ডাক্তারিসহ ৩০০টি বিষয়ে পড়ার সুবর্ণ সুযোগ
আমাদের দেশের অধিকাংশ অভিভাবকদের অভিপ্রায় তাদের সন্তানরা ডাক্তার হয়ে মানব সেবায় আত্মনিয়োগ করুক। মেধা ও সামর্থ থাকা সত্ত্বেও আমরা সেই সুযোগ করে দিতে পারিনা। প্রতিবছর প্রায় লক্ষাধিক মেধাবী শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়। এ থেকে প্রায় ১০ শতাংশ মেধা তালিকায় স্থান পায়।
সিস্টেমগত কারণে ভর্তি পরীক্ষা বা বাছাই পরীক্ষার পর ২০১৮ সালে ৩৮১৮ জন ৩১টি সরকারি মেডিকেল কলেজে এবং ৫,৩২৫ জন ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ পাবে। প্রায় ৯০ শতাংশ মেধাবী শিক্ষার্থীর যোগ্যতা ও ইচ্ছা থাকা সত্যেও ডাক্তারি পড়ার স্বপ্নসাধ ভর্তি বা বাছাই প্রক্রিয়ার পর শেষ হয়ে যাবে।
অন্যদিকে আমাদের স্বাস্থ্যসেবার চিত্র ভয়াবহ। বাংলাদেশে প্রতি ১০ হাজার মানুষের জন্য ডাক্তার, নার্স ও ডেন্টাল রয়েছে মাত্র ৭.৭ জন। যা বিশ্বের চিকিৎসা সেবার ক্ষেত্রে সর্বনি¤œ। বাস্তবতা হচ্ছে আমাদের এখন এক লক্ষাধিক ডাক্তার ও তিন লাখ নার্সের প্রয়োজন।
বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষের বিপরীতে প্রতিবছর ২৫ হাজার ডাক্তার বের হওয়ার কথা কিন্তু গড়ে ডাক্তার বের হচ্ছে ৭ থেকে ৮ হাজার মাত্র। তাতে আমাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বহু বছর লেগে যাবে। অন্যদিকে চিকিৎসা সেবার আধুনিক সুযোগ-সুবিধা না পাওয়ায় প্রতিবছর কয়েক লাখ মানুষ বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছে। তাতে দেশে অর্জিত বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে।
এই যখন দেশে ডাক্তারি পড়া এবং স্বাস্থ্যসেবার অবস্থা, তখন যাদের ইচ্ছা, যোগ্যতা ও সামর্থ থাকা সত্ত্বেও এমবিবিএস-এ ভর্তির সুযোগ পাবে না, তাদের আজ নতুন করে আরো উন্নত ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে।
বাংলাদেশের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি দু’টি পরীক্ষায় মিলে জিপিএ ৯ হলেই বিশ্বের অধিকাংশ দেশে ডাক্তারি পড়তে পারবে এবং পরবর্তীতে BMDC এর অনুমোদন নিয়ে দেশে প্র্যাকটিস করতে পারবে।
বিশেষ করে USA, Jamaica, UK, Russia, Philippines, China, Malaysia, Srilanka, Latvia, Kyrgyzstan, Uzbekistan-এর সরকারি-বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে MBBS/MD পড়তে পারবে।
এইসব প্রতিষ্ঠানে পড়ার পর শিক্ষার্থীরা বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশেও ডাক্তার হিসেবে কাজ করার সুযোগ পাবে। যে সকল শিক্ষার্থীর জিপিএ ৯ এর কম কিন্তু ৮ এর বেশি এবং ভবিষ্যতে দেশের বাহিরে প্র্যাকটিস করতে চায় তারাও চাইলে ডাক্তারি পড়তে পারবে।
এছাড়াও যারা এমবিবিএস এ সুযোগ পাবে না তারা Dental, Pharmacy, Nursing, Physician Assistant, Orthodontist, Pediatrician, Obstetrician and Gyneocologist, Oral and Maxillofacial Surgeon, Optometrist, Physical Therapist, Anesthesiologist, Medical and Health Services Manager ইত্যাদি বিষয়ে স্কলারশিপসহ দেশের বাহিরে উচ্চশিক্ষার সুযোগ পাবে।
বিশ্বের সেরা ৫০০০ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রায় দুইশত বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ২০০০ শিক্ষার্থীর জন্য বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলোর চেয়ে কম খরচে ডাক্তারি পড়ার সুযোগ রয়েছে।
এছাড়াও বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দেশের বাহিরে কলেজ/বিশ্ববিদ্যালয়ে Arts, Business Ges Engineering এর বিভিন্ন বিষয়ে সার্টিফিকেট, ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স, পিএইচডি প্রোগ্রামে প্রায় ৩০০ বিষয়ে ভর্তি ও উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।
দেশের শীর্ষস্থানীয় ISO ও QISAN সনদপ্রাপ্ত একটি সর্ববৃহৎ স্টুডেন্ট কনসালটিং প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক। প্রতিষ্ঠানটি ২৫ বছর ধরে অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে কাজ করছে। ইতোমধ্যে বিএসবি প্রায়
৬৫ হাজার শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য বিদেশে প্রেরণ করেছে। এসকল শিক্ষার্থীর অধিকাংশ উচ্চশিক্ষা শেষে দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে।
আমাদের দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার সঙ্গে একটা সেতুবন্ধন স্থাপনে বিশ্বাসী। আপনি বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিএসবি হতে যেকোনো সহযোগিতা বা পরামর্শ গ্রহণ করতে পারবেন। আল্লাহ্ সবার প্রতি সহায় হোন। আল্লাহ্ হাফেজ।
লায়ন এম.কে. বাশার পিএমজেএফ
- প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ
- ভাইস প্রেসিডেন্ট: ইস্টার্ন ইউরোপিয়ান বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি
- ফাউন্ডার মেম্বার: ল্যাটিন আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি
- প্রতিষ্ঠাতা সভাপতি এবং চীফ এ্যাডভাইজার:ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার
- ডেভেলপম্যান্ট কনসালটেন্টস এসোশিয়েশন অব বাংলাদেশ
- সেকেন্ড সেঞ্চুরী অ্যাম্বাসেডর ও পাস্ট কাউন্সিল চেয়ারপার্সন
- লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, এমডি ৩১৫, বাংলাদেশ।
ডোনেশন ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের চেয়েও কম খরচে ডাক্তারি পড়ার সুযোগ
Country Name | Session | Tuition Fees Per Year | IELTS |
---|---|---|---|
CHINA | March, October | US$ 3500-5800 | N/A |
RUSSIA | September | US$ 2500-7000 | N/A |
MALAYSIA | May, August, September | US$ 15700-20000 | IELTS-6.0 |
USA | September, January, May | US$ 10,893 Per Term | IELTS-6.5 |
UK | January | £ 38000 | IELTS-7.0 |
JAMAICA | January, May, September | US$ 16800 | N/A |
SRI LANKA | September | US$ 19380 Full Course | N/A |
PHILIPPINES | September | US$ 5600-7400 50% less from the 2nd year |
N/A |
KYRGYZSTAN | September | US$ 2500-3200 | N/A |
LATVIA | January, September | US$ 7000-12500 | N/A |
UZBEKISTAN | January | US$ 4500 | N/A |
- *USA: Pre-Medical (After completing Pre medical student will join MD program)
- * SSC+HSC total GPA 9.0 as per BMDC required.
Required Documents:
Academic Certificates & Transcripts, Passport, Photo, Police Clearence, Medical Certificate, Recommendation Letter SOP, Skype Interview (If Necessary)
Our Country
Why Study MBBS in China
Economically China is among the strongest countries in the world. The country is not facing any internal security problems and also has an amazing infrastructure.
There are hundreds of medical schools and universities in China offering education to thousands of students, both foreign and local, so plenty of options to choose from. Almost all of China’s medical schools are registered in the International Medical Education Directory (IMED).
Tuition fees for medical schools in China are very low. Annually, it would cost you around US$1,000-2,000.
As well as teaching modern medicine, Chinese medical schools also teach students about traditional medicine and ancient medical techniques such as acupuncture.
- চায়নার ৫০টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে এবং ইংরেজি মাধ্যমে অধ্যয়ন করতে পারবে।
- International School of Capital Medical University
- Ningxia Medical University
- Xuzhou Medical University
- China Three Gorges university
- Southern Medical University
- Harbin Medical University
- Yangzhou University
- Xinjiang Medical University
চায়নার যেসব বিখ্যাত মেডিকেল ইউনিভার্সিটির সাথে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক চুক্তিবদ্ধ।
Why Study MBBS in Russia
রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশগুলোর একটি। এদেশে রয়েছে শিক্ষা, প্রযুক্তি, চিকিৎসা, সভ্যতা ও সাংস্কৃতির বিশাল ভান্ডার। শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিতে রাশিয়া বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেক এগিয়ে আছে।বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার মৈত্রি সহযোগিতার চুক্তির পর বাংলাদেশ থেকে বহুসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে রাশিয়ায় যায়। রাশিয়া সরকার শিক্ষা খাতে অতিরিক্ত ভর্তুকি প্রদান করে থাকে। তাই, স্বল্প খরচে রাশিয়াতে পড়াশুনার মান বিশ্ব স্বীকৃত।
সাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় ডাক্তারিতে অধ্যয়ন করা অনেক সহজ, কারণ বিশ্বের যেকোনো দেশ থেকে ভর্তি পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীরা সরাসরি MBBS course-এ ভর্তি হতে পারে। রাশিয়ার সব বিশ্ববিদ্যালয় WHO এবং BMDC এর তালিকাভুক্ত। তাই রাশিয়া থেকে MBBS course সম্পন্ন করলে ভারতসহ বিশ্বের যেকোনো দেশে Practice করার সুযোগ থাকে।
- No Entrance exam & No Donation.
- Easy Admission Procedure
- Low & Subsidized course fees.
- Worldwide Recognition of the Degrees provided by Medical Universities of Russia.
- Degrees Recognized Worldwide Indian Canteen is
Facilities
- Pirogov Russian National Research Medical University
- Peoples Friendship University of Russia.
- Kirov State Medical Academy
- Crimean Federal University
- Chechen State University
- Ryazan Stat Medical University
- Saint Petersburg State Pediatric Medical University
- Kazan State Medical University
- Orel state University
রাশিয়ার যেসব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে BSB চুক্তিবদ্ধ তাদের একাংশ
Why Study MBBS in Malaysia
মালয়েশিয়া সমগ্র এশিয়ার মধ্যে একটি উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, তথ্য-প্রযুক্তি সর্বক্ষেত্রে মালয়েশিয়া বিশ্বের বুকে একটি মডেল। ইউনেস্কো’র তথ্যানুসারে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার জন্য পছন্দের গন্তব্যস্থল হিসেবে বর্তমান মালয়েশিয়ার অবস্থান ৯ম। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষা লাভের প্রত্যাশায় মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছে। স্বল্প খরচে বিশ্বমানের উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশ থেকেও অনেক শিক্ষার্থী মালয়েশিয়ায় যাচ্ছে। মালয়েশিয়ার Admission & Visa Process System অন্য দেশের তুলনায় অনেক সহজ ও দ্রুত। কলেজ বা ইউনিভার্সিটি থেকে অফার লেটার চলে এলে পরবর্তীতে ভিসা প্রাপ্তিতে তেমন কোনো বাঁধা থাকে না। শতাধিক বিষয়ে অধ্যয়নের জন্য নি¤œ মাধ্যমগুলোতে শিক্ষার্থীরা মালয়েশিয়ায় লেখাপড়ার জন্য যেতে পারে।
- Foundation / Pre University Program
- Diploma
- Bachelor
- Masters
- Ph.D
মালয়েশিয়ার বহুসংখ্যক বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের মধ্যে Mahsa University, Curtin University, Taylors University, Multimedia University, Asia Pacific University, Segi University, Limkokwing University of Creative Technology অন্যতম। এর মধ্যে মাশা বিশ্ববিদ্যালয়ে MBBS, Nursing, Obstetrician and Gynecologist, Oral and Maxillofacial Surgeon, Physical, Therapist, Pharmacist, Cardiovascular Technologist, Medical Imagine ইত্যাদির অধিক মেডিকেল বিষয়ে মানসম্মত অধ্যয়নের সুযোগ রয়েছে। মাশা ইউনিভার্সিটি বন্দর সুজনা পুত্রায় এ ৪৮ একর এলাকা জুড়ে সুবিশাল ক্যাম্পাস। অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, আমেরিকাসহ বিশ্বের প্রায় ৬১ দেশের শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে।
সুবিধাসমূহ:
টিউশন ফি খুব কম বিশ্বমানের শিক্ষা এসএসসি পাসের পর বা HSC- তে GPA কম থাকলে ১ বছর মেয়াদী Foundation in Science সম্পন্ন করার পর মেডিকেলে পড়তে পারবে, এবং ভালো GPA নিয়ে GPA পাস করার পর সরাসরি মেডিকেলে ভর্তি হতে পারবে। দ্রুত ভিসা প্রসেস স্ট্যাডি গ্যাপ গ্রহণযোগ্য Uk, Australia, USA এবং Canada সহ বিশ্বের অন্যান্য দেশে ক্রেডিট ট্রান্সফার সুবিধা।
Why Study MBBS in USA
MBBS in USA: for global students is worth arrangement as they could get the world-class foundation, modern library, present-day classrooms with sound video helps, web office and propelled PC rooms. American medical schools give standard social gatherings, global meetings for universal students. The schools additionally mastermind workshops on a solution to instruct and propel the students from eminent medical experts from everywhere throughout the world.
- The balance of Better Prospects.
- Globally Recognized Degree.
- English Medium Curriculum.
- High-Quality
- Listed in World Directory of Medical Colleges.
- Universal Stance
- Enlarged Perspectives.
- Global Contacts.
- Freedom for Thinking Abilities.
- Learn Innovative Thoughts.
Why is MBBS in USA a Good Decisio
- University of Michigan Flint
Our Partner Institute
Why Study MBBS in UK
The UK has a long tradition of educating medical students from all over the world. UK-trained doctors go all over the world to practise medicine and are recognised for their practical clinical skills, intellectual rigor, and their personal qualities such as professionalism and compassion. The UK is very engaged with the international community, and international students bring experiences from many different cultures and countries which we recognise as enriching everyone’s experience.
The British medical education system attracts first-class minds both from within the country and internationally. The system offers them carefully planned teaching and experiences with experts and researchers in the field that develops their potential. Many go on to be world leaders in clinical practice, research, teaching and authoring textbooks and papers. In addition, many famous medical schools across the globe have been set up by British medical graduates.
- Access world-leading medical education.
- Increase your employability.
- Gain professional experience.
- Satisfy your wanderlust.
- Learn medical English.
- Benefit from the UK’s leadership in medical research.
- Challenge yourself.
Facilities
- University of Central Lancashire
Our Partner Institute:
Why Study MBBS in Jamaica
- Offering Pre Med and MD programs.
- Excellent Leadership and Faculty.
- Accredited by CAAM-HP which is a requirement for all Caribbean Schools.
- Basic Sciences in Jamaica-1 hour from Florida, World famous destination, English speaking Caribbean island, No Visa hassles, Direct flights from major USA/UK cities, friendly people and Low cost living expenses.
- Clinical Rotations in USA/Canada/EUR/India and the Caribbean.
- Low Tuition cost and Living Expenses
- Integrated Medicine Curriculum
- Problem Based Learning to achieve High Scores in USMLE
- State-of-the-art Library on campus.
- On campus accommodation.
AAIMS offers a wide variety of programs for persons interested in pursuing a career in medicine.
Students are accepted at the beginning of the January, May and September Semesters.
- All American Institute of Medical Sciences
Our Partner Institute
জামাইকা থেকে ডাক্তারি পাস করার পর সরাসরি আমেরিকাতে Practice করার সুযোগ
Why Study MBBS in Sri Lanka
Sri Lanka is a beautiful island situated south of the Indian subcontinent. It has been known from ancient times as ‘the Pearl of the Indian Ocean’. Its location now serves as a hub of international shipping and aviation routes.
Sri Lanka’s is an ancient civilization stretching back over 2500 years. The ruins in the ancient cities and the gigantic ancient irrigation works bear testimony to a refined culture and a high level of technology.
Today, Sri Lanka is a much sought after tourist destination for people from all over the world. Its famed scenic beauty – the fabulous beaches, the verdant pristine forests, the blue mountain ranges with their perineal streams and waterfalls – is the first among its many attractions. The climate is salubrious throughout the year, except when it gets a little hot for a short while, when you can escape to the cool of the hills, if you so wish. All the modern conveniences that go to make life comfortable are available at reasonable cost (the latest official inflation index is a minus figure)
The country has been a Parliamentary democracy since the early 1930s. Governments have been made and unmade by the free will of the people. An armed conflict against a terrorist organization is now ended and peace reigns again. Residual problems are being tackled with good will.
At present Sri Lanka is near the top level of the Human Development Index having also fulfilled all the Millennium Development Goals well before time. It is one of the fastest growing economies in the developing world. Recent years have seen phenomenal infrastructure development including in telecommunication and IT.
In literacy rate Sri Lanka is at the top of its league. For citizens education is free of charge from kindergarten to university (so is health care). There is a well- established intellectual tradition and many Sri Lankans in different fields have served with distinction in world bodies. The University system is deep rooted and its’ intellectual life vibrant. In recent years many reputed world class higher educational institutions have established their facilities in Sri Lanka. You will link yourself with a country in the path of progress.
You will meet a friendly and hospitable people long accustomed to playing host to friends from overseas. Many of them speak English. The vast majority of the people are adherents of one or the other of four great world religions. The free exercise of one’s religion is guaranteed by the Constitution and there is religious tolerance and harmony. On the lighter side, there is sports and entertainment available aplenty.
You will be quite at home, with never a dull moment, while you pursue a quality education of your choice, at a moderate and reasonable cost, remaining an honoured guest.
At KIU we offer you the opportunity to immerse yourself in an exciting and rewarding student experience, making new friends, savouring different cultures and developing your personality, while you enjoy life to the fullest.
Why Study MBBS in Philipping
- 1. Philippines medical universities are widely renowned in many countries for the superior standard of education and also have listed in the WHO, IMED and ECFMG medical education directories.
- 2. Professors in the Philippines universities are coming from different countries, USA are highly qualified and experienced in the allied field.
- 3. Philippines medical colleges are regulated by the Philippines ministry of education and that is why Philippines colleges do not have any capitation fees as well as no donations to be paid for enrollment.
- 4. Philippines follows US education system that opens numerous opportunities to make a career in English speaking countries inclusive of UK, USA, Australia, Canada, etc.
- 5. All the medical colleges in Philippines emphasis on practice over theorygive you greater extent of practical experience that helps you during practice.
- 6. The MBBS degree of Philippines is recognized by every major country, that proffers you great career opportunity of working in the US, Canada, Australia and other developed countries without any extra course.
- 7. Philippines is also renowned country for MD, the students coming from US, UK, Germany, France, Australia, Japan, South Korea and Bangladesh is an evidence of it.
- Application form for student visa
- Medical health certificate of the applicant
- NOA (original notice of acceptance)
- CEA (Police Clearance Certificate authenticated by the Philippine Embassy)
What are the mandatory documents to study MBBS in Philippines?
Why Study MBBS in Kyrgyzstan
- 1. To Study MBBS from abroad, Asian Medical Institute in Kyrgyzstan is best option, because of their globally renowned high quality education.
- 2. Asian Medical Institute, Kyrgyzstan is listed under WHO, IMED and FAIMER medical education directories.
- 3. Teaching from Experienced and qualified Professors from across the world.
- 4. MBBS course fee structure here is very cost-effective with zero capitalization fees and no donation.
- 5. Mode of Education is English therefore Bangladeshi students can easily study MBBS Course.
- 6. Kyrgyzstan is a beautiful, peaceful and “Bangladesh friendly” country.
- 7. Cost of living in Kyrgyzstan is lowest compared to other countries, and not much difference exists between Bangladesh and Kyrgyzstan currency.
Advantages of study Medicine in Kyrgyzstan
There are several good reasons why you should study medicine in Kyrgyzstan
Why Study MBBS in Latvia
Latvia is the perfect destination to study MBBS abroad because the MBBS fees in Latvia is very affordable compared to any other country. They provide the same quality education as any university in UK, USA or India at a reduced price. All the MBBS universities in Latvia teach in English medium and do not compel international students to learn the native language. The MBBS colleges in Latvia provide training in USMLE and PLAB that will enable students to practise in UK or USA.
- The biggest advantage of studying MBBS in Latvia is the low tuition fees.
- Attaining admission in medical schools in Latvia is simple and does not require any admission tests.
- The teaching staff at the MBBS universities in Latvia are highly educated and trained.
- The instruction medium is English.
- Upon graduation, the students will receive an internationally accepted medical degree.
- Indian students studying medicine in Latvia are eligible to appear for the MCI screening test and other medical licensing examinations.
- Cost of living in Latvia is very low compared to other countries.
- All MBBS colleges in Latvia are recognized by International bodies such as the World Health Organization.
- Scope for detailed study and research is abundant in Latvia.
- Many universities provide MBBS scholarships in Latvia.
Advantages of studying MBBS in Latvia
Why Study MBBS in Uzbekistan
Uzbekistan can fit this bill for anyone wanting a challenging and unique environment to study. Some right opportunities are available for the candidates to explore their higher education. Colleges and the society are safe due to a police state which the country is now in. Transportation and communications are some of the major and modern conveniences you will come across in Uzbekistan. Citizens prefer to take the underground trains there but many prefer to hail a car anytime for a ride. Health insurance can be easily taken from any travel insurance from any regular health insurance company before leaving for Uzbekistan. There are several students there who enjoy the difference in culture and history you can find there.